অন্যায়ের বিরুদ্ধে আল্লামা শফী ছিলেন আপসহীন : আইজিপি

আপডেট: September 19, 2020 |
Boishakhinews 157
print news

হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি এই শোক প্রকাশ করেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো শোকবার্তায় আইজিপি বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী একজন সৎ এবং নির্ভীক আলেমে দ্বীন ছিলেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।’

ড. বেনজীর আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও তার ভক্ত অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর