বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১২ জেলে উদ্ধার , নিখোঁজ ৩

আপডেট: September 21, 2020 |
Boishakhinews 175
print news

বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ৩ জন জেলে নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা পর্যন্ত ভাসমান অবস্থায় কক্সবাজার নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে, রোববার সকালে এফবি মনোয়ারা নামে একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝি-মাল্লা উদ্ধার হলেও ৩ জন নিখোঁজ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝি-মাল্লাদের উদ্ধারে তৎপরতা চলছে। জীবিত উদ্ধার হওয়া জেলেরা সুস্থ রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর