নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি

আপডেট: September 27, 2020 |
Boishakhinews 321
print news

নারায়ণগঞ্জ শহরে হেফাজত ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত একই সময়ে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যা কার্যকর থাকবে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, ‘হেফাজতে ইসলামের আমীর প্রয়াত আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতারকৃত আলাউদ্দিন জিহাদী ইস্যুতে পাল্টাপাল্টি গণজমায়েত ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ক্ষমতাবলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার ও ৩শ’ শয্যা হাসপাতাল এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

এছাড়া, ২নং রেল গেট, শহীদ মিনার, গ্রিন্ডলেজ ব্যাংক মোড় এলাকাতে পৃথকভাবে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালনের নির্দেশনা হয়েছে বলেও জানান তিনি।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর