জাহালমকে ক্ষতিপূরণের বিষয়ে রায় আজ

আপডেট: September 30, 2020 |
print news

ঋণ জালিয়াতির ২৬ মামলার ‘ভুল আসামি’ হয়ে কারাভোগ করা টাঙ্গাইলের জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা রুলের ওপর রায় ঘোষণার দিন আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দিন নির্ধারণের এ আদেশ দেন।

এ সময় আদালকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের এই বেঞ্চই এ মামলাটি রায়ের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।

‘ভুল আসামি’ হয়ে ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে গত বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম। আবু সালেক নামে একজনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা রয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটেন টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে হাইকোর্ট তাকে মুক্ত করার নির্দেশ দেন। গত বছরের এপ্রিলে জাহালমকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে দুদকের প্রতিবেদন চান হাইকোর্ট।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর