বকেয়া বেতন চান নাটোরের শ্রমিক-কর্মচারীরা

আপডেট: October 4, 2020 |
print news

নাটোরে চিনি শিল্প বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদ, বকেয়া বেতন ভাতা ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্রাচ্যুইটির টাকা প্রদানের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। পাশাপাশি আখচাষীদের পাওনা পরিশোধেরও দাবি জানান তারা।

আজ রোববার সকালে নাটোর চিনিকলের প্রধান ফটকের সামনে গেইট মিটিংয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা এ দাবি জানান।

সাধারণ সম্পাদক মনছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত গেইট মিটিংয়ে বক্তব্য রাখেন, ইউনিয়নের সভাপতি ফিরোজ রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার সাইদুজ্জামান, শ্রমিক নেতা আবু রায়হান ভুলু, সাইফুল ইসলাম, নাহিদ হোসেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি আবু সুফিয়ান প্রমুখ।

অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর