বিনা সাক্ষাৎকারে  ঢাকার মার্কিন দূতাবাসে ভিসার আবেদন গ্রহণ শুরু

আপডেট: October 6, 2020 |

বিনা সাক্ষাৎকারে  ঢাকার মার্কিন দূতাবাস পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। গত রোববার থেকে  যাঁদের বি১/বি ২ ভিসার মেয়াদ ২৪ মাসের মধ্যে শেষ হয়ে গেছে, তাঁরা ভিসা নবায়ন করার জন্য আবেদন করতে পারছেন। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর থেকে বি১/বি ২ (পর্যটন, ব্যবসা ও মেডিকেল) ভিসাসহ পূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্রান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। যাঁরা ভিসার জন্য আবেদন করবেন, তাঁদের এ কথা মনে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে, কোভিড-১৯-এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এ ক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করতে হবে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর