পাইকগাছা থেকে ২ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, আটক ৫

আপডেট: October 8, 2020 |

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালি খেয়াঘাট এলাকা থেকে বিরল প্রজাতির দু’টি তক্ষকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতরা হলেন মো. সাইফুল ইসলাম (৩০), জিয়উল (৩০), রুবেল (২৫), রশিদ (২৬) ও জয়নাল (৩০)।বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পাইকগাছা উপজেলার গড়ইখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ পাঁচজনকে আটক করে কোস্ট গার্ড পশ্চিম জোন। তক্ষক দু’টির মধ্যে একটির ওজন ৪০০ গ্রাম-দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং অপরটির ওজন ৩০০ গ্রাম-দৈর্ঘ্য ১২ ইঞ্চি। তক্ষক দু’টির আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা তক্ষক দু’টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পাইকগাছা ফরেস্ট কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি, মাদক নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর