নারী উদ্যোক্তাদের সংগঠন উইর এর উদ্যোক্তা প্রশিক্ষণকে শিক্ষামন্ত্রীর সাধুবাদ

আপডেট: April 24, 2021 |
print news

দেশের নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইর (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) আয়োজনে অনলাইনে হয়ে গেলো উদ্যোক্তা বিষয়ক মাস্টারক্লাস ।

শনিবার (২৪ এপ্রিল) সকালে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক -এর সভাপতিত্বে মাস্টারক্লাসটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

 

এবারের মাস্টারক্লাসের আলোচনার বিষয় ছিল ‘Business Sustainability From Plateau to Peak’  আর গ্রুপের সহযোগিতা এবারের মাস্টারক্লাসের মূল বক্তব্য দেন সিএসই-ইন্ডিয়ার পোগ্রাম ম্যানেজার অভয় কেআর সিং।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা উইর এই মাস্টারক্লাসের মাধ্যমে উদ্যোক্তা প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। উইর এমন আয়োজনকে সরকারিভাবে স্বীকৃতির বিষয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। আমি তথ্যপ্রযুক্তি বিভাগকেও অনেক ধন্যবাদ জানাই এত দারুণভাবে নারীদের পাশে থাকায়।’

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকার একহাজার নারী উদ্যোক্তাকে গ্রান্টসহ বেশ কিছু চিন্তা করছে। আমাদের উদ্যোক্তাবান্ধব প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।’

 

এসময় প্রতিমন্ত্রী শিশুস্তরের বই থেকে উইর কার্যক্রমের গল্প পাঠ্যপুস্তকে আনার জন্য অনুরোধ করেন।

মাস্টারক্লাসের আয়োজনে ছিলেন উইর গ্লোবাল অ্যাডভাইজর সৌম্য বসু (সিল্ক গ্লোবালের সিইও), উপদেষ্টা জাহানুর কবির সাকিব এবং প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। এবারের মাস্টারক্লাসে প্রায় চার শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

এসময় আয়োজক নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমাদের দ্বিতীয় সিজনের মাস্টারক্লাস হবে অ্যাডভান্স লেভেলের। আমরা ভীষণ খুশী যে সরকার আমাদের উদ্যোক্তাদের পাশে দৃঢ়ভাবে রয়েছে।’

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর