কুয়েতে পাপুলের কারাদণ্ড ৭ বছর

আপডেট: April 26, 2021 |

কুয়েতে পাপুলের কারাদণ্ড ৩ বছর ও জরিমানা ২০ লাখ দিনার বেড়েছে।

সোমবার দৈনিক আল কাবাসের প্রতিবেদনে বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সর্বশেষ এ তথ্য জানিয়ে বলা হয়, ৫৬ কোটি ৩৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুয়েতের আপিল আদালত মানব পাচারের মামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া আন্ডারসেক্রেটারি জেনারেল শেখ মাজেন আল জারাহ, কুয়েতের সাবেক সাংসদ সালাহ খুরশিদ ও একজন সরকারি কর্মকর্তা কারাদণ্ডাদেশ দেন।

আরব নিউজ, আল আনবার, আল রাই ও আরব টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে গত বছর ২৮ জানুয়ারী চার বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। এর পর বাংলাদেশে তার সংসদ সদস্য পদ বতিল করা হয়।

তার বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচার, শ্রমিক শোষণ, ঘুষ লেনদেন এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকির অভিযোগ আনা হয়।

কুয়েতের এক আমলাসহ তিনজনকে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন বাংলাদেশি এই সাংসদ।

কুয়েতের দুই এমপি এছাড়াও ৭ জন সিনিয়র কর্মকর্তা এবং ৩ টি সংস্থায় কর্মরত অন্তত ২১ জন ফেঁসে গেছেন।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনে পাপুলসহ নয়জনের বিরুদ্ধে বিচার চলছে। এর মধ্যে তার প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষক রয়েছেন। পাপুলসহ কারাগারে আছেন মোট ছয়জন।

বাংলাদেশের কোনো সাংসদকে এর আগে কখনই বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়নি।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর