হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন সায়েম সোবহান আনভীর

আপডেট: April 28, 2021 |
print news

আত্মহত্যায় প্ররোচনা’র মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

আজ বুধবার বিকেলে তিনি আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা আনভীরের আগাম জামিন আবেদনের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তবে, এই আইনজীবী হাইকোর্টে এ জামিন আবেদন পরিচালনা করবেন না বলে জানিয়েছেন।

যোগাযোগ করা হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তাহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তার কার্যালয়ে আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত আনভীরের জামিন আবেদনের অনুলিপি এসে পৌঁছায়নি।

তিনি আরও বলেন, ‘আগাম জামিনের শুনানির সময় আসামি আনভীরকে হাইকোর্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হতে হবে।’

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগামীকালের কার্যতালিকায় ১৪ নম্বরে আবেদনটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর