কয়েক সেকেন্ডের ভিডিওটি বিভ্রান্তিকর : পরীমনি

আপডেট: June 23, 2021 |
print news

ঢাকা বোট ক্লাবে পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগে যখন মামলা চলমান, এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। দশ সেকেন্ডের সেই ভিডিওটি অনেকে বোট ক্লাবের সেদিন রাতের ঘটনার ভিডিও বলছেন। পরীমনি ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজ আছে। দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন।’

সংশ্লিষ্টদের অনুরোধ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই, সবাই সত্যটা জানুক- কী ঘটেছে সেই রাতে।’

গত ১৩ জুন পরীমনি ফেইসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে এক ব্যক্তি তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেছেন অভিযোগ করেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে তিনি অভিযুক্তদের নাম জানান এবং পরে থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

বৈশাখী নিউজ/ এপি

 

Share Now

এই বিভাগের আরও খবর