ডিএমপির এডিসি পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি

আপডেট: September 28, 2021 |
print news

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপি ক্যান্টনমেন্ট জোনের এডিসি মো. কামরুজ্জামানকে সুপ্রীম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের এডিসি, লালবাগ জোনের এডিসি হাফিজ আল আসাদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি, ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার এডিসি মো. মাসুদুর রহমান মনিরকে লালবাগ জোনের এডিসি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি ইফতেখায়রুল ইসলামকে ক্যান্টনমেন্ট জোনের এডিসি ও পিওএম-পূর্ব বিভাগের এডিসি মো. আফসার উদ্দিন খাঁনকে ডিবি মতিঝিল জোনাল টিমের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর