আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকছে যেসব এলাকায়

আপডেট: December 28, 2021 |
print news

রাজধানীর বেশ কিছু এলাকায় আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।গ্যাস লাইনে জরুরি মেরামত কাজের কার‌ণে এই গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।

গত সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে মাইকিং ক‌রে এসব এলাকায় আগাম জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

তিতাস গ্যাস কর্তৃপ‌ক্ষের পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ভূতের গলি, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠাল বাগান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তাছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর