আপাতত লকডাউনের পরিকল্পনা নেই: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট: December 29, 2021 |

দেশে করোনা পরিস্থিতি ভালো। এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসে এই কথা জানান তিনি।

বিশ্বব্যাপী নতুন উদ্বেগ-উৎকণ্ঠার নাম করোনার নতুন ধরন ওমিক্রন। অতি সংক্রমণশীল হওয়ায় বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। এরই মধ্যে বাংলাদেশে ৭ জন এতে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য মিলেছে। ইতোমধ্যে করোনার অতি আগ্রাসী ধরন ওমিক্রন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে টিকার তৃতীয় ডোজ দেয়া কার্যক্রম।

বুস্টার ডোজ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো আছে। আপাতত লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, দেশে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে। শিগগির যুক্তরাষ্ট্র থেকে আরো ২৫ লাখ ফাইজারের টিকা আসছে। তবে শুধু তা নিয়েই মহামারি প্রতিরোধ করা যাবে না। টিকাদানের পাশাপাশি স্বাস্থবিধিও মেনে চলতে হবে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর