আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা আজ

আপডেট: December 26, 2022 |
print news

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভার মধ্যদিয়ে আজ আওয়ামী লীগের নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।

সোমবার সন্ধ্যা ৭টায় গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত শনিবার ২২তম সম্মেলনের কাউন্সিলে সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো দলের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক হলেন।

আগের কমিটিতে তেমন একটা রদবদল হয়নি। কারণ হিসেবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। এটা হিসেব করেই বড়ো কোনো অদলবদল করা হয়নি।

আজ সভাপতিমণ্ডলীর প্রথম সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর