জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেলো বৃদ্ধ শ্বশুরের

আপডেট: February 27, 2023 |
inbound7377484976892785071
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুর আব্দুস সাত্তার(৮৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা পৌনে ২টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন মহিপুর কলোনী গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা যায়,শ্বশুর- জামাইয়ের মধ্যে জমা- জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের মাধ্যমে জানা যায়, সম্পতি জনি নিয়ে জামাই শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়।

এরই জেরধরে সোমবার বেলা পৌনে ২টার দিকে যোহর নামাজ শেষে শ্বশুর আব্দুস সাত্তার মসজিদ থেকে বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা জামাই সোলাইমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর সাত্তারের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হন।

পরে স্হানীয় লোকজন দ্রুত এসে আহত অবস্হায় বৃদ্ধ সাত্তারকে উদ্ধার করে, প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক)
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক জামই সোলাইমান আলী(৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ঘাতক জামই সোলাইমান আলী একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) লাল মিয়া।

পুলিশ পরিদর্শক( তদন্ত) লাল মিয়া জানান,নিহত লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামই সোলাইমানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জামই সোলাইমান হত্যার দায় স্বীকার করলেও এর কারণ জানয়নি।

তাই তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর