গাজীপুরে পরিত্যক্ত ঘর থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার
আপডেট: July 25, 2023
|


গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় পরিত্যক্ত ঘর থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌছে এ মরদেহ উদ্ধার করে।
নিহত বকুল (১৪) রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. সাদাতের ছেলে। সে পরিবারের সাথে ওই এলাকায় বসবাস করে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পেয়ারাবাগান এলাকায় সিদ্দিকের মালিকানাধীন বাড়ির ঘরগুরো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। পাশের ডোবার পানি ঘরে প্রবেশ করছে। মঙ্গলবার সকালের ঘরের ভেতর প্রবেশ করা ডোবার পানিতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের দাদী মোছাঃ সকিনা জানান, দুই দিন আগে বকুল তার বন্ধুদের সাথে মাঠে খেলছিল। এসময় বন্ধুদের সাথে বকুলের তর্কাতর্কি ও মারামারির ঘটনা ঘটে। এরপর থেকেই নিখোঁজ ছিল বকুল। মঙ্গলবার মরদেহ উদ্ধারের খবরে বকুলের মরদেহ শনাক্ত করি।