দূষিত শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয়


এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৫৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। তালিকায় সবার শীর্ষে ও দুইয়ে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ইন্দোনেশিয়ার জাকার্তা। সকালে এ শহর দুটির বায়ুমান ছিল যথাক্রমে ১৭৬ ও ১৬৯।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান একিউআই প্রতিদিনের বাতাসের মান নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
একিউআই এর তালিকায় অনুযায়ী, একই সময়ে নির্মল বায়ুর শহরের তালিকায় ৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার কেনবেরা। ৮ স্কোর নিয়ে দুইয়ে মেক্সিকোর মিক্সিকো সিটি, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, যুক্তরাজ্যের বার্মিংহাম এবং সুজারল্যান্ডের বের্ন। এছাড়া তালিকায় তিনে ছিল কাজাকিস্তানের বিশকেক। এ শহরের বায়ুমান ছিল ১০।
একিউআইয়ের বায়ুমান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। এটি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।