উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে সমীক্ষা চলছে: কাদের

আপডেট: January 20, 2024 |
কাদের 2
print news

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে।

আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর দিয়াবাড়ির ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। আরও নভেম্বরে এমআরটি লাইন-৫-এর উড়াল অংশের কাজ শুরু হবে।

ইজতেমা ও বইমেলা উপলক্ষে সময় বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ইজতেমা ও বইমেলা উপলক্ষে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে জানানো হবে।

তিনি বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।

এদিকে, শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে। রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হলো।

Share Now

এই বিভাগের আরও খবর