কেন্দুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল-সমাবেশ

আপডেট: September 14, 2024 |
inbound501960408662832740
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ গোপালগঞ্জে হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত ও দলটির নেতাকর্মীরা আহত হওয়ার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া পৌরশহরে এ প্রতিবাদ মিছিল শেষে উপজেলা পরিষদ এলাকায় রিপোর্টার্স ক্লাব সংলগ্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান, যুগ্ম আহবায়ক রুমান আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার জুয়েল প্রমুখ।

এ সময় বক্তারা গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর