বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য, সাবেক উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট: December 7, 2024 |
inbound5773440765346583438
print news

বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিস্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

শুক্রবার (০৬ ডিসেম্বর) মামলাটি হয়েছে। এর আগে বৃহস্পতিবার এক সমাবেশে তিনি এই বিদ্বেষমূলক বক্তব্য দেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষাণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন।

সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।

এরপর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ শুক্রবার স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করে।

এর আগে গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলমানদের হুমকি দেয়া ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আরেকটি মামলা হয়।

চলতি বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

Share Now

এই বিভাগের আরও খবর