বশেমুরবিপ্রবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আপডেট: December 10, 2024 |
inbound8460648785920049788
print news

তরিকুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি : ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ’ এই প্রাতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আজ মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

আজ (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, বিজনেস অনুষদের ডিন ড. ঈশিতা রায়, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জমান মিয়া, প্রক্টর ড. আরিফুজ্জামান। রাজীবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।যা ১৯৪৮ খ্রিষ্টাব্দ থেকে পালিত হয়ে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর