চট্টগ্রামে গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী কাবেরী

আপডেট: December 27, 2024 |
inbound5372974619178434483
print news

চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে চকবাজার থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরীকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা জানান, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাবেরী কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুল সরোয়ার কমলের বোন।

Share Now

এই বিভাগের আরও খবর