শহীদ পরিবারকে সম্মাননা ও মুক্ত আলোচনার মাধ্যমে বেরোবিতে অনন্য উদ্যোগ

আপডেট: January 1, 2025 |
inbound1615415178927124399
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে এবং মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) এ আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের জুলাই-আগস্টে প্রাণ হারানো শহীদদের পরিবারের প্রতি সম্মাননা তুলে দেন এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

ইসাসের সভাপতি মোসাদ্দেক হোসেন এবং সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামও এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানটি বেরোবি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ)-এর সহযোগিতায় আয়োজন করা হয়। আলোচনায় বক্তারা শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করেন এবং সমাজে বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের মাধ্যমে শুধু স্মৃতিচারণ নয়, বরং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শহীদদের আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর