বেরোবির বাস চালককে মারধরের অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

আপডেট: January 29, 2025 |
inbound791137321237814112
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিআরটিসির নতুন বাস সংযোজনের মধ্যেই এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে।

আজ ভোর ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এক বাস চালকের সঙ্গে বিআরটিসির বাস কন্ট্রাক্টরের বাকবিতণ্ডার জেরে মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ক্যাম্পাসে আসার পথে বাস ভাড়াকে কেন্দ্র করে বেরোবির বাস চালকের সঙ্গে কন্ট্রাক্টরের তর্ক হয়।

একপর্যায়ে কন্ট্রাক্টর ওই চালককে চলন্ত বাস থেকে ফেলে দেয়। চালক পুনরায় বাসে উঠলে পূর্ণ ভাড়া দেওয়ার পরেও বাকবিতণ্ডা চলতে থাকে, যা পরে শারীরিক নির্যাতনে রূপ নেয়।

চালক সাধারণ শিক্ষার্থীদের ডেকে বিষয়টি জানালে শিক্ষার্থীদেরও হুমকি দেওয়া হয় এবং তাদের মর্ডান মোড়ে আসতে বলা হয়।

কিছু শিক্ষার্থী সেখানে গেলে তাদের সামনেই বাস চালককে আবার মারার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষার্থীরা গাড়ির দরজা ভেঙে চালককে উদ্ধার করে।

ঘটনার পর কন্ট্রাক্টর পালিয়ে যায় এবং শিক্ষার্থীরা চালকসহ বাস নিয়ে ক্যাম্পাসে ফিরে আসে।

শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু বিচার নিশ্চিতের পরই বিআরটিসির বাস হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর