বিদ্যাদেবী’র আরাধনায় ডিআইইউ’তে স্বরসতী পূজা উদযাপন

আপডেট: February 3, 2025 |
inbound8157128771986556681
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( ডিআইইউ’তে ) জ্ঞানের অন্বেষণে বিদ্যাবেদীর আরাধনায় যথাযথ ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা-অর্চনায় উদযাপিত হলো ‘সরস্বতী পূজা’।

সোমবার ( ০৩রা ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পসে সকাল ১০ টায় পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাঁকজমক পূর্ণ সারাদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পবিত্র এ পূজার আয়োজন করে।

এইসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপচার্য ( ভারপ্রাপ্ত) ড.গনেশ চন্দ্র শাহা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ হিন্দুধর্মের শিক্ষার্থীরা।

পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দেব বসু বলেন, বিদ্যাদেবী মা সরস্বতী পূজার প্রধান দায়িত্ব পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

বিদ্যাদেবী মা স্বরসতী আমাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিবে এবং আমাদের হৃদয়ের সকল চাওয়া পাওয়া পূর্ণ করবে। কৃতজ্ঞতা জানায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে যারা আমাদের সকল কাজে উৎসাহ সহ এই পূজার সকল কাজে সহযোগীতা করার জন্য।

পূজার আনুষ্ঠানিকতা শেষ হবার পর দুপুরে মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সন্ধ্যা ছয় টায় আরতির মাধ্যমে পূজা আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।

প্রসঙ্গত, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাম্প্রদায়িক চিন্তা-চেতনায় হিন্দ-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকল ধর্মের শিক্ষার্থীদের সহ-অবস্থান নিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের আয়োজন করে থাকে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বাড্ডা সাঁতারকুল বাসিন্দারাও আনন্দে-সানন্দে উপভোগ করেছেন এ পবিত্র ধর্মোৎসব।

Share Now

এই বিভাগের আরও খবর