ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট: February 23, 2025 |
inbound1821295642731713409
print news

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ‘টিকে থাকার’ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারল ভারত। ওয়ানডেতে কোনো দলের টানা টস হারের বিশ্ব রেকর্ড এটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয় খেলা।

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই শিরোপা ধরে রাখার লড়াই এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।

প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে উঠতে ভারতকে এই ম্যাচে হারাতেই হবে বাবর-রিজওয়ানদের। অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ভারত।

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

পাকিস্তান:

ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

 

Share Now

এই বিভাগের আরও খবর