বেরোবির অর্থনীতি শিক্ষার্থী সংসদের ভিপি ও জিএস দুই মেহেদী

আপডেট: March 2, 2025 |
inbound7066131331008245712
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো অর্থনীতি শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার কবি হেয়াত মামুদ ভবনে অর্থনীতি বিভাগের গ্যালারী রুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. বেলাল উদ্দিন উক্ত বিভাগের ভিপি হিসেবে ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও জিএস হিসেবে ১৩তম ব্যাচের মো. মেহেদী হাসানের নাম ঘোষণা করেন।

নির্বাচনে ২৬৯ ভোটের মধ্যে ১৬২ ভোট পেয়ে সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন এবং ১৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন।

নির্বাচনে জয়ী অন্যান্যরা হলেন, যুগ্ম সম্পাদক এস এম ফাহিম মুনতাসির ফিজু, কোষাধ্যক্ষ মোঃ সাব্বির হোসেন, নাটক, চলচ্চিত্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাদিকুজ্জামান খাশনবীশ সৌরভ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র তালুকদার, শিক্ষা গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক মোঃ আরজিত ইসলাম, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মোঃ নুরন্নবী হোসেন, ভাষা ও পাঠাগার বিষয় সম্পাদক হাবিবুর রহমান, সমাজ ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, বিতর্ক বিষয়ক সম্পাদক সামিরা হক ইরা, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশাত তানজিম।

কার্যকরী নির্বাচিত ৪ সদস্য হলেন , মেহেদী হাসান সাগর, মোঃ নাজমুল হক , মোঃ সাজু, মোঃ লাবিব হাসান রাব্বি ।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসরড. মো. মোরশেদ হোসেনসহ সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা, প্রভাষক মিন্টু বড়ুয়া ও সাইফুদ্দীন খালেদ।

ভিপিঃ মোঃ মেহেদী হাসান বলেন, অর্থনীতি বিভাগ হলো বেরোবির ইতিহাসে অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। অর্থনীতি শিক্ষার্থী সংসদ নির্বাচন হলো বিভাগের ইতিহাসে প্রথম নির্বাচন।

আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশন ও বিভাগ সংশ্লিষ্ট সকল কে এমন সুন্দর নির্বাচন আয়োজনের জন্য।

আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়া তিনি আরও বলেন, বিভাগের সকল কে সাথে নিয়ে একসাথে চমৎকার কিছু কাজ উপহার দিতে চাই। এই বিজয় শুধু আমার নয়, এটি অর্থনীতি বিভাগের প্রতিটি শিক্ষার্থীর।

আমি আপনাদের বিশ্বাস ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নিরলসভাবে কাজ করতে চাই।

শিক্ষার্থীদের একাডেমিক, ক্যারিয়ার ও সার্বিক উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করবো।

Share Now

এই বিভাগের আরও খবর