৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আপডেট: April 1, 2025 |
inbound5319035318368445329
print news

মিয়ানমার, থাইল্যান্ডের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ঈদুল ফিতরের দিন সোমবার করাচিতে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

ডন জানিয়েছে, বিকাল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, কম্পনটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর এর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে।

এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের পরবর্তী কম্পন বা ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর