বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: April 16, 2025 |
inbound7319634842204031896
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে।

১৬ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ১১টায় বগুড়া শহরের বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক আবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

যার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

এর আগে গত ১৫ এপ্রিল মঙ্গলবার বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই দাবিতে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

তারা হাইকোর্টের ঘোষিত রায় প্রত্যাহার, নিয়োগ বিধি সংশোধন, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ,আলাদা কারিগরি ও উচ্চ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্হাপনের দাবি জানান।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র করা হব এবং সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর