কুষ্টিয়ায় বিএনপি ও ছাত্র শিবিরের আনন্দ মিছিল 

আপডেট: August 5, 2025 |
inbound1116933160440834509
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ৫ আগস্ট জুলাই গণঅভ্যূথান দিবসে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
এর আগে, খন্ড খন্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে জড়ো হয় নেতাকর্মীরা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ অন্যান্যরা।

এদিকে, বেলা ১১টায় শহরের সাদ্দাম বাজার থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

এসময় মিছিল থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর