পাবনায় খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

আপডেট: June 22, 2021 |
print news

পাবনা সদর উপজেলার মনোহরপুর বড়ব্রিজের খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন জানান, সোমবার দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানিতে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ একজন স্রোতের মধ্যে পড়ে তলিয়ে যায়। অপরজন তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই স্রোতে পড়ে ডুবে যায়।

এ সময় খালের উপরে থাকা অন্য শিশু-কিশোরদের চিৎকারে স্থানীয়রা এসে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুজির একপর্যায়ে তাদের উদ্ধার করে।

পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুদের উদ্ধারে আসা ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিশুরা তলিয়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসেছিল। কিন্তু উদ্ধারে কোনো তৎপরতা চালায়নি।

এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে আমরা পানিতে নামিনি এটা সঠিক। কারণ পানিতে নেমে উদ্ধার করার ব্যাপারে আমরা অভিজ্ঞ নই। সেজন্য ডুবুরি টিম রয়েছে। আমরা ডুবুরি টিমকে খবর দেওয়ার পর শিশু দু’টি উদ্ধার হয়। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই।

পরে পুলিশের সহায়তায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর