ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট: November 6, 2021 |
print news

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতারা।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে তারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

বৈঠক সূত্রে জানা গেছে, শনিবার সকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে মালিক সমিতির কয়েকজন নেতারা আসেন। পরে তারা বৈঠকে বসেন। এক পর্যায়ে মন্ত্রী-নেতাদের কথা শোনেন এবং আশ্বাস দেন। তবে তেলের দাম ও ভাড়া সমন্বয় না করা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার না করার নীতিগত সিদ্ধান্ত রয়েছেন নেতারা।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

ধর্মঘটের দ্বিতীয় দিন শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর বিভিন্ন স্থানে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলছে। বাড়তি ভাড়া দিয়ে লোকজন যাচ্ছেন গন্তব‌্যস্থলে। কিছু জায়গায় বিআরটিসির দু’ একটি বাস চললেও তা প্রয়োজনের তুলনায় কম।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর