বিশ্বের বিভিন্ন দেশ বন্যার কবলে

আপডেট: July 31, 2022 |

ভয়াবহ বন্যার কবলে বিশ্বের বিভিন্ন দেশ। এরমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ইরানে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। এখনো নিখোঁজ আছে অনেকে। এদিকে, বন্যার পানিতে তলিয়ে আছে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান।

কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে আছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্য। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার (৩০ জুলাই) বন্যা কবলিত অঞ্চলে হেলিকপ্টারের সাহায্যে চালানো হয় উদ্ধারকাজ। মানুষদেরকে নিরাপদে থাকতে বলার পাশাপাশি পানিবন্দিদের উদ্ধারে সবধরণের ব্যবস্থা নেয়ার কথা জানায় স্থানীয় সরকার।

এদিকে, ইরানে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির বেশিরভাগ প্রদেশে দেখা দিয়েছে বন্যা। শনিবার (৩০ জুলাই) বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শনিবার (৩০ জুলাই) ত্রাণ বিতরণ করেন দেশটির সেনাবাহিনীর সদস্যরা। বন্যার পানিতে এখনো প্রদেশটির কয়েকহাজার ঘরবাড়ি তলিয়ে আছে। পানিবন্দি হয়ে আছে হাজার হাজার মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ বিভাগ জানায়, চলতি বছরের বন্যায় এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে ২৭ হাজারের বেশি ঘরবাড়ি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর