রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ১

আপডেট: September 13, 2022 |

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন— মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে মৃতের নাম রাজিব, বাবার নাম মমতাজ বেগম বলে জানা গেছে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীতে ফরিদিবাদে থাকতেন এবং লেগুনা চালাতেন।

এ বিষয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারট্রেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেল্পার পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই মো. তাজুল ইসলাম।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর