টঙ্গীতে ২৪ ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার

আপডেট: October 23, 2022 |
gaziourdqkat
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযানে ২৪ ছিনতাইকারী ও ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ।
শনিবার দিবাগত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার দুপুরে টঙ্গী পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী) মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হাজির মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ ডাকাত সদস্য ও ১১জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৯টি ধারালো ছুরি, ১টি শাবল, ১টি রেঞ্জ ও লুন্ঠিত ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর