দেশে কমলো সোনার দাম

আপডেট: October 25, 2022 |
print news

বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১১৬ টাকা কমালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে, মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা। সোমবার পর্যন্ত দাম ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।

সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৪ হাজার ৩৫৫ টাকা।

তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

সোমবার (২৪ অক্টোবর) ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি সোনা ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৬ হাজার ৪৮৫ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ১৭১ টাকায় বেচাকেনা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর