সংকট বাড়িয়ে লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট: October 31, 2022 |
inbound7552421859388870270
print news

দীর্ঘদিন ধরে লেবাননে চলা অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।

রোববার ৮৯ বছর বয়সী এ প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর পরই তিনি প্রেসিডেন্ট প্যালেস ত্যাগ করেন। খবর রয়টার্স।

২০১৬ সাল থেকে মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে দেশটিতে সংগঠিত বড় ধরনের একাধিক আন্দোলন তাকে সামাল দিতে হয়েছে।

এদিকে, প্রেসিডেন্টের পদ থেকে মিশেল আউনের পদত্যাগের পর দায়িত্বপালনের জন্য এখনও পর্যন্ত উত্তরসূরির বিষয়ে একমত হতে পারেনি লেবাননের পার্লামেন্ট। সাংবিধানিকভাবে লেবাননের প্রেসিডেন্টের কোনো বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার এবং কোনো দলকে সরকার গঠনের বিষয়ে সবুজ সংকেত দেওয়ার ক্ষমতা রয়েছে।

বর্তমানে লেবাননে একটি তত্বাবধায়ক সরকার দেশটি পরিচালনা করছে। গত ছয় মাস ধরে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এখনও স্থিতিশীলতা ফেরেনি লেবাননে।

Share Now

এই বিভাগের আরও খবর