পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট: November 16, 2022 |

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি।

মঙ্গলবার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। এর আগে, গত রোববার লন্ডনে যান শেহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

টুইটবার্তায় মরিয়ম আওরঙ্গজেব জানান, লন্ডনে পৌঁছানোর পর পরই অসুস্থতা বোধ করায় শার্ম আল শেখে করোনা পরীক্ষা করান শেহবাজ শরিফ। টেস্টের ফলাফল পজিটিভ আসে।

করোনা ধরা পড়ায় পাকিস্তানে চলে এসেছেন শেহবাজ শরিফ। তার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী মরিয়ম।

প্রসঙ্গত, ২০২০ সালের জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এরপর তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন। এরপর চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর