রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন স্নোডেন

আপডেট: December 3, 2022 |
print news

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলেছে, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারি দেশটির সাবেক গোয়েন্দা কন্ট্রাকটার এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন এবং তিনি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন স্নোডেন। খবর আরব নিউজ, ডয়েচে ভেলে ও তাসের।

স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি একটি পাসপোর্ট পেয়েছেন, তিনি শপথ নিয়েছেন।

৩৯ বছর বয়সি স্নোডেনের কাছে এই খবরের ব্যপারে মন্তব্য চাওয়া হলে তিনি কোন এর উত্তর দেননি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদান করেন।

স্নোডেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ব্যাপক গোপনীয় কার্যকলাপের বিবরণ আছে এমন গোপন ফাইল ফাঁস করার পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর