অসুস্থতায় শয্যাশায়ী কিংবদন্তি নায়ক সোহেল রানা

আপডেট: December 7, 2022 |
print news

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সোহেল রানা। এক সময়ের পর্দা কাঁপানো এই নায়ক রাজনীতির মাঠ ও চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন ভালো নেই। অসুস্থতায় শয্যাশায়ী তিনি। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।

চোখের সমস্যা সেরে ওঠার আগেই ইউরিনে ইনফেকশন দেখা দিয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার ছেলে মাশরুর পারভেজ জানান। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরুর পারভেজ।

 

সোহেল রানা একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর