বিশ্বে করোনায় আরও ৬৪৪ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৫২ হাজার

আপডেট: December 11, 2022 |
print news

বিশ্বে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন এ সংখ্যা নিয়ে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৭ হাজার ৮৪০ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯২৬ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ২৫৭ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২২২ জনের। আর শনাক্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭৬১ জন। ফলে করোনার শুরু থেকে জাপানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৬৪৯ জনে এবং মৃত্যুর সংখ্যা ৫১ হাজার ৫১২ জন।

ফ্রান্সে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১ হাজার ৪৮৩ জনের। তবে নতুন করে কোনো মৃত্যু হয়নি। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। আর শনাক্ত হয়েছে ৬২ জনের ৬০৮ জনের।

ব্রাজিলে গত একদিনে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৬৫ জনের। আর মৃত্যু হয়েছে ৬৯ জনের। ফলে করোনার শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯০৬ জনের। আর শনাক্ত ৩ কোটি ৫৬ লাখ ৩ হাজার ২২১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ১০ কোটি ১২ লাখ ৬৩ হাজারের বেশি জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ লাখ ৯ হাজার ৭২৫ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ব্রাজিল, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

কয়েকদিন ধরে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে জাপানে ও দক্ষিণ কোরিয়ায়। বিশ্বে যখন করোনার চিত্র নিম্নমুখী, তখন দেশটিতে নতুন করে ঢেউ শুরু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর