আজ রাজধানীতে রাজউকের অভিযান শুরু হচ্ছে

আপডেট: December 11, 2022 |
print news

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (১১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই অভিযান চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

আবাসিক ও বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন ও সে অনুযায়ী ভবন নির্মাণ এবং তার ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১০ ডিসেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতিপূর্বে রাজউকের প্রকৌশলী মোবারক হোসেন রাজধানীর কোন এলাকায় কোন দিন অভিযান পরিচালনা করবে সে বিষয়ে জানিয়েছিলেন।

রাজউকের প্রকৌশলী মোবারক হোসেন ও পরিদর্শন শাখা সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখান, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল এলাকায় অভিযান পরিচালনা করবে রাজউক। একই দিনে মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও রামপুরা এলাকায় অভিযান চলবে।

সোমবার (১২ ডিসেম্বর) চলবে কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদরে। একই দিনে ধানমন্ডি, লালমাটিয়া, সূত্রাপুর (আংশিক) ও বংশাল এলাকায় অভিযান পরিচালিত হবে।

এর বাইরে আগামী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দক্ষিণখান, খিলক্ষেত, নিকুঞ্জ ও পূর্বাচল, মতিঝিল খিলগাঁও, বাসাবো এলাকায়। ১৫ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর (আংশিক), ওয়ারি ও কেরাণীগঞ্জ এবং উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করবে রাজউক। ১৮ ডিসেম্বর উত্তরা সেক্টর ১৫ হতে ১৮ নম্বর সেক্টর, বাউনিয়া (আংশিক), বাইলজুরি (আংশিক), দিয়াবাড়ি, চন্ডালভোগ এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

১৯ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা,নারায়ণগঞ্জ, ডেমরা ও মাতুয়াইল, ২০ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর (আংশিক), ওয়ারি ও কেরাণীগঞ্জ, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও রামপুরা এলাকায়, ২১ ডিসেম্বর কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা নারায়ণগঞ্জ সদর, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবি ও তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করবে সংস্থাটি।

২২ ডিসেম্বর ধানমন্ডি, লালমাটিয়া, সূত্রাপুর (আংশিক), বংশাল, মতিঝিল, খিলগাও, বাসাবো রামপুরা, ২৬ ডিসেম্বর গুলশান, বনানী, বারিধারা, জোয়ারসাহারা, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, ২৭ ডিসেম্বর উত্তরা, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁও এলাকা অভিযান করবে রাজউক।

২৮ ডিসেম্বর জুরাইন, সূত্রাপুর, ওয়ারি, কদমতলী, যাত্রাবাড়ী এলাকায় এবং সবশেষ ২৯ ডিসেম্বর ফের গুলশান, বনানী, বারিধারা, জোয়ারসাহারা, তেজগাঁও, ধানমন্ডি, লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে এ কার্যক্রমের সমাপ্তি করবে রাজউক।

Share Now

এই বিভাগের আরও খবর