ইবির পরিবহন প্রশাসক পদে পুনঃনিয়োগ পেলেন অধ্যাপক ড. আনোয়ার

আপডেট: February 1, 2023 |
inbound8877541757820250263
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন প্রশাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করানো হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন- এর মেয়াদ ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে শেষ হওয়ায় উপাচার্য ড. শেখ আবদুস সালাম ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে পরিবহন প্রশাসক হিসেবে তাঁর মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছেন।

এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থী আর সাংবাদিকদের জন্যই হয়ত আমি আমার কাজটা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পেরেছি।

উপাচার্য স্যার আমার উপর যে বিশ্বাস রেখেছেন তা আমি আরো নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব।

Share Now

এই বিভাগের আরও খবর