রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) নাটোর গুরুদাসপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা (বারি-১৪) ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুরুদাসপুরের উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি (সেচ) গুরুদাসপুর নাটোর জোনের সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান মহোদয়।

অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সাবিয়া সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিনে আরও উপস্থিত ছিলেন চাপিলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সরদার মোঃ মিজানুর রহমান ও কেয়া রাণী পাল, নাজিরপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: এনামুল হক, মো: নুরন্নবী।
মো: আলাউদ্দিন, শাহরিয়ার কবির সহ স্থানীয় কৃষকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান।

মাঠ দিবসের আলোচনায় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা মোতাবেক তেল ফসলের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

কৃষি ও কৃষকের কল্যাণে নতুন নতুন কৃষি প্রযুক্তি গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং কৃষক বারি-১৪ জাতের সরিষার বাস্তব চিত্র দেখে ব্যাপক প্রশংসা করেন এবং আগামীতে বারি-১৪ ও বারি-১৭ জাতের সরিষার আবাদ বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।