শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের আগেই পাওয়া যাবে এইচএসসির ফল

আপডেট: February 8, 2023 |
Boishakhinews24.net 63
print news

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

তবে তার আগেই বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এ সময় থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ২০২২ সালের এইচএসসি ফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। ফলাফল শিট কীভাবে ডাউনলোড করতে হবে সে বিষয়ে কলেজগুলোকে নানা নির্দেশনা দেয়া হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর