গিনিতে মারবার্গ ভাইরাসজনিত জ্বরের রোগী সনাক্ত

আপডেট: February 14, 2023 |

মারবার্গ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করেছে নিরক্ষীয় গিনি। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মারবার্গ ভাইরাস ইবোলার মতো একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক রোগ। সোমবার পর্যন্ত নিরক্ষীয় গিনিতে ভাইরাসটির সংক্রমণে কমপক্ষে নয়জনের মৃত্যুর তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত সপ্তাহে নিরক্ষীয় গিনি কর্তৃপক্ষ প্রথম অজানা হেমোরেজিক জ্বর সনাক্ত করার বিষয়টি জানায়। ওই সময় দেশটির কি-এনটেম প্রদেশে সংক্রমণের আশঙ্কায় দুই শতাধিক মানুষকে আইসোলেশনে রাখা হয়। প্রতিবেশী ক্যামেরুনও সংক্রমণের উদ্বেগের জন্য সীমান্তে চলাচল সীমিত করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সোমবার পর্যন্ত নিরক্ষীয় গিনিতে জ্বর, অবসাদ ও রক্ত বমি এবং ডায়রিয়াসহ মারবার্গ ভাইরাসে ১৬ জনের সংক্রমণের তথ্য জানা গেছে। এই ভাইরাসে সংক্রমণের পর মৃত্যুর হার ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে। এই রোগের চিকিৎসার জন্য অনুমোদিত কোনও টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই।

Share Now

এই বিভাগের আরও খবর