ফেনীতে পিতাকে খুন করল ছেলে
ফেনীর ছাগলনাইয়ায় আবুল কালাম নামে এক ব্যক্তিকে হত্যা করে সেফটি ট্যাংকের ভিতর রেখে দেয় তার ছেলে হাসান ও তার বন্ধুরা।অর্ধগলিত লাশ উদ্ধারের এক দিন পর হত্যাকান্ডের রহস্য উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে ছাগলনাইয়া থানায় সাংবাদিকদের সামনে হাসান বলেন, তার দাবি তার বাবা পরিবারের সদস্যদের প্রায় নির্যাতন করতো। এই জন্য বন্ধুদের দিয়ে ভয় লাগাতে লাঠি দিয়ে হাল্কা আঘাত করে। এতেই তিনি মারা যান। পরে বাধ্য হয়ে লাশ সেফটি ট্যাংকিতে ফেলে দেন।
বৃহস্পতিবার আবুল কালামের লাশ সেফটি ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। ওই দিন জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রেখা আক্তার ও ছেলে হাসানকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে হাসানের আরেক বন্ধুকে আটক করা হয়।
বৃহস্পতিবার আবুল কালামের ছোট ভাই আবু তাহেরের স্ত্রী বাড়ির সেফটি ট্যাংকের ঢাকনা খোলা দেখে পুলিশে খবর দেয়। নিহতের ছোট বোন জরিনা আক্তার জানান কালামের দুই সংসার ছিল। দ্বিতীয় স্ত্রী ঢাকায় বসবাস করেন।