সিংগাইরের চান্দহর কূলে নৌকাবাইচ অনুষ্ঠিত

আপডেট: September 11, 2023 |
inbound4425424114645779106
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : বাংলাদেশ নদীমাতৃক দেশ। ইতিহাস,ঐতিহ্য,সাহিত্য,সংস্কৃতি ও খেলাধুলায় নদ-নদীর উপস্থিতি প্রবল।

এ ছাড়া নৌকা এদেশের গ্রাম বাংলার লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ অনুষঙ্গ।

প্রমত্তা নদীর বুকে নৌকা শুধু যোগাযোগের মাধ্যমই নয়,হয়ে উঠেছে জলক্রীড়ার গুরুত্বপূর্ন অংশ। নৌকাবাইচ তারই একটি দৃষ্টিনন্দন রোমাঞ্চকর উদাহরণ।

সিংগাইর উপজেলার চান্দহর কূলে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে শুরু হওয়া উপজেলা পরিষদের আয়োজনে চুড়ান্ত প্রতিযোগীতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ।

বাইচে ১৫টি নৌকা অংশগ্রহন করলেও চুড়ান্ত পর্বে ” হাতনি রাজ নামের নৌকাটি প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয় সোনার বাংলা ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের সভাপতিত্বে চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন- ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাব্বিরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক রেহেনা আকতার,উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।

অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব,এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম ৬ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মিত মাধবপুর চান্দহর নদীর পাকা ঘাটলা উদ্বোধন করেন।

সেই সাথে উপজেলা পরিষদ থেকে প্রকাশিত নৌকাবাইচের ওপর স্মরনিকা মোড়ক উম্মোচন করেন।

এ নৌকা বাইচে বিভিন্ন এলাকা থেকে স্থলপথ ও নৌপথে আগত বিপুল পরিমাণ লোকজনের সমাগম ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর