২০ টাকায় ৫০০ টাকার নোট ছাপিয়েও কেনা হলো না পণ্য

আপডেট: November 8, 2023 |
inbound2314254139953603517
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০০ টাকার কয়েকটি জাল নোটসহ নয়ন হাওলাদার(৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক নয়ন হাওলাদার বারইখালী গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।

বুধবার দুপুরে মোরেলগঞ্জ সদর বাজারের একটি দোকানে পণ্য কিনে জালনোট দিয়ে দোকানীর হাতে ধরা পড়ে নয়ন।

জাল নোটসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়নকে হেফাজতে নেয় । এ সময় তার পকেটে আরও ৫ টি ৫০০ টাকা মূল্যমানের জালনোট পাওয়া যায়।

আটক নয়ন হাওলাদার বলেন, অভাবের তাড়নায় একটি স্টুডিও থেকে টাকাগুলো ছাপিয়েছেন। প্রতিপিচ ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয়েছে ২০ টাকা।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নয়ন হাওলাদারের কাছে ৬ টি ৫০০ টাকার নোট পাওয়া গেছে। যা, স্থানীয়ভাবে তৈরী করা বলে মনে হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর